নেত্রকোনার সীমান্তবর্তী সুসং দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে স্বামীর শ্বশুরবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী হলেন চকলেংগুরা গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে পারিবারিকভাবে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এই দম্পতির দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী-স্ত্রী মেয়ের বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
শনিবার রাতে রাতের খাবারের পর ঘুমাতে যান তারা। এ সময় তাদের মধ্যে কোনো ধরনের কলহের শব্দ কেউ শুনতে পাননি। রোববার ভোরে তাদের শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে রহিম উদ্দন ঘরে প্রবেশ করে ধরনার সাথে মেয়ে ও জামাতার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান নয়া দিগন্তকে বলেন, ‘দাম্পত্য কলহের কারণে আত্মহত্যার এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।