পাবনার সুজানগর উপজেলায় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী জবিদুল (৩৫) ও তার মেয়ে জুবাইদা (৮) নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উত্তর দুর্গাপুর আমিনপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবা-মেয়ে উপজেলার আমিনপুর এলাকার বাসিন্দা।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুঘর্টনার তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যায় বাবা ও মেয়ে মোটরসাইকেলে উপজেলার কাশিনাথপুর থেকে কাজিরহাটে যাচ্ছিলেন। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন।
তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে।



