স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চয়নশীল নামে একজনকে ঘিরে শুরুতে অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু প্রমাণিত হয়েছে, তিনি কোনো অপকর্মে জড়িত নন এবং কোনো ধর্ষণ ঘটনার সাথেও সম্পৃক্ত নন। ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজায় অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ হয়েছে।
বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরার সার্বজনীন দুর্গামন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের ভেতরে কিছু দুষ্কৃতিকারী বাহির থেকে ইন্ধন দিয়ে অস্থিরতা সৃষ্টি করতে চায়। কিন্তু এবারের দুর্গাপূজা সারাদেশেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা কমিটি ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামীকালের বিসর্জনসহ অন্যান্য ধর্মীয় উৎসবও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এ সময় সিরাজদিখান ইউএনও শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো: ইব্রাহীম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।