গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামীম কায়সার লিংকন স্থানীয় সাংবাদিকদের সাথে স্থানীয় বিএনপি কার্যালয়ে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে লিংকন বলেন, ‘সবার উপরে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার এ স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী কাজ শুরু করেছেন। বিএনপির আদর্শ লালন করে আমার মরহুম পিতা এমপি নির্বাচিত হয়েছিলেন। এ আদর্শের অনুসারী হয়ে আমিও নির্বাচিত হয়েছিলাম। এবারেও আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জবাসী রেকর্ড পরিমাণ ভোট দিয়ে এখানে ইতিহাস সৃষ্টি করবে।’
তিনি আরো বলেন, ‘গোবিন্দগঞ্জের ওয়ার্ড থেকে শুরু করে সকল পর্যায়ে বিএনপি ঐক্যবদ্ধ। বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নেই। ধানের শীষের সমর্থকরা সকলেই একাট্টা। বিচ্ছিন্ন দুই একজন অভিমান করলেও তারাই এক সময় ধানের শীষের বিজয়ের জন্য বুকের রক্ত ঢেলে দেবে।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জীবনের বেশির ভাগ সময় কেটেছে জনগণের কল্যাণের আন্দোলনে। মায়ের মতো এদেশকে আগলে রাখার চেষ্টা করেছেন। সেই মায়ের মুখে এবার হাসি ফোটাতে চাই। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই।’
তিনি আরো বলেন, ‘কেউ কেউ নির্বাচন বানচালের জন্য নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো পিআর কখনো জুলাই সনদ কখনো গণভোটের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। আগাামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে বিএনপিই বিজয় লাভ করবে।’
শেষে তিনি গোবিন্দগঞ্জবাসীকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজাওয়ানুল হাবীব রফিক ও দফতর সম্পাদক সাজাদুর রহমান সাজু।



