যশোরে পাঁচটি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে ডিবি পুলিশের ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে একটি বিশেষ টিম মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান চালায়। এ সময় লিটনের ঘরের বক্সখাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন ও সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে গ্রেফতার করা হয় এবং তাকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লিটনের নামে এর আগে আরো তিনটি মামলা রয়েছে।



