কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা চাকরি পুনর্বহালের দাবিতে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। একইসাথে তারা আমরণ অনশন কর্মসূচিও শুরু করেছেন।
এতে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে উখিয়ার কোটবাজার এলাকায় শত শত বাস, পণ্যবাহী ট্রাক ও ছোট গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে।
অবরোধ ও অনশনে অংশ নেয়া শিক্ষকেরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তারা আন্তর্জাতিক মানবিক সংস্থার অধীনে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে নিয়োজিত ছিলেন। কিন্তু সম্প্রতি কোনো কারণ দর্শানো ছাড়াই হঠাৎ তাদের চাকরিচ্যুত করা হয়। এতে তারা জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
শিক্ষকরা জানান, বারবার সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করেও তারা কোনো সমাধান পাননি। তাই বাধ্য হয়েই সড়ক অবরোধ ও আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে, নইলে আন্দোলন আরো ব্যাপক আকার ধারণ করবে।
অবরোধের কারণে টেকনাফ ও কক্সবাজারমুখী হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পর্যটন শহর কক্সবাজারে আসা-যাওয়া করা পর্যটকেরা বিপাকে পড়েন।
অন্যদিকে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষকদের মহাসড়ক ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। তাদের অনশনও অব্যাহত রয়েছে। তারা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ ও অনশন চালিয়ে যাবেন।