লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং স্থানীয়দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
শীতের তীব্রতার শুরুতেই সীমান্তবর্তী জনপদের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিজিবির এ মানবিক উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি। এ সময়ে তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
উদ্বোধনী বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া সীমান্তকে নিরাপদ রাখা সম্ভব নয়।’
তিনি সকলকে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শ’র বেশি অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র হাতে পেয়ে দরিদ্র মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
শীতবস্ত্র বিতরণ শেষে সীমান্ত এলাকায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক কর্মীসহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মাদক পাচার, চোরাচালান, মানবপাচার ও সীমান্তবিষয়ক ঝুঁকি সম্পর্কে জনগণকে অবগত করেন এবং যেকোনো অপরাধমূলক কার্যক্রম দেখলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। স্থানীয়রা বিজিবির এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরো উদ্যোগের প্রত্যাশা করেন।



