উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর পাশের হার ৫১.৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৬৮৪ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৬ জন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার ছেলেদের তুলনায় ছেলেদের পাসের হার সামান্য বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে আছে।
তবে এ বছর ফলাফল গতবারের চেয়ে বেশ পিছিয়ে পড়েছে। গত বছর যেখানে পাসের হার ছিল ৬৩.২২ শতাংশ, সেখানে এবার তা কমেছে ১৩.৪৫ শতাংশে। একইসাথে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমে অর্ধেকে নেমে এসেছে।
এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১০৬টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে।