নাটোরের লালপুরে ট্রলির চাপায় মেহেদী হাসান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রুইগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী উপজেলার অর্জুনপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২টার দিকে মোটরসাইকেলচালক মেহেদী মারা যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও আহত একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



