আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সকল রাজনৈতিক দলের মনোনীত এমপি প্রার্থীদেরকে নিয়ে এক সম্প্রীতির ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পৌরসদরের বাইপাস সড়কে ওই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি, বাংলাদে জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও খেলাফত মজলিসের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সহযোগিতায় পিস ফেসিলেটর গ্রুপ (পিএফজি) পাকুন্দিয়া উপজেলা শাখা ওই ম্যারাথন দৌড়ের আয়োজন করে।
এ উপলক্ষে সকাল ৭টা থেকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাকুন্দিয়া বাইপাস মোড়ে এসে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ৮টার দিকে সিনেমা হল সংলগ্ন বাইপাস মোড় থেকে ম্যারাথন দৌড়টি শুরু হয়। প্রায় দু’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকুন্দিয়া-মির্জাপুর রোডস্ত খাঁন বাড়ি বাইপাস মোড়ে গিয়ে ওই দৌড় শেষ হয়।
দৌড় পরিচালনা করেন পাকুন্দিয়া সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক এ কে এম মীর আশরাফুল হক ও ক্রীড়াবিদ শামছুল হক জীবন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র পাকুন্দিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো: আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মুফতি আবুল বাশার রেদুয়ান, বাংলাদেশ খেলাফত মজলিস’র মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম রুহানী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র মনোনীত প্রার্থী সাঈদ উজ্জলের পক্ষে নিরব আহাম্মদ রুবেল, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো: শফিকুল ইসলামের পক্ষে পাকুন্দিয়া উপজেলা শাখার সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের কো-অর্ডিনেটর মো: আক্তারুজ্জামান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান, পিএফজি গ্রুপের পাকুন্দিয়া উপজেলা শাখার কো-অর্ডিনেটর অ্যাভোকেট আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া, হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক তরিকুল হাসান শাহীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে ম্যারাথন দৌড় প্রতিযোগিদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



