ঘাটাইলে বন ঘেঁষে গড়ে ওঠা করাতকল উচ্ছেদ

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান বলেন, বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Ghatail
ঘাটাইলের জাঙ্গালিয়া বাজারে অবৈধ করাত কল উচ্ছেদ করে প্রশাসন
ঘাটাইলের জাঙ্গালিয়া বাজারে অবৈধ করাত কল উচ্ছেদ করে প্রশাসন |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযানে বনাঞ্চল ঘেঁষে গড়ে উঠা বৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার শালিয়াবহ গ্রামের জাঙ্গালিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। এ সময় অভিযানের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল ক্যাম্পের পেট্রোল দলের সেনাসদস্য ও ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

এ সময় অবৈধ করাতকল পরিচালনার অপরাধে করাতকল মালিক মো. মনিরুজ্জামানকে ১০ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অবৈধ করাতকল সম্পূর্ণরূপে অপসারণ ও মালামাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান বলেন, বন উজাড় প্রতিরোধে বনের সন্নিকটে অবৈধ করাতকলের বিরুদ্ধে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।