মধুপুরে ঘোড়ার গোশত বিক্রি করতে গিয়ে আটক কসাই

আজাদ আলী জামালপুরের তুলশীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাকে এক হাজার টাকা মজুরির বিনিময়ে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলশীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসে।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
মধুপুরে ঘোড়ার গোশত বিক্রি করতে গিয়ে আটক কসাই
মধুপুরে ঘোড়ার গোশত বিক্রি করতে গিয়ে আটক কসাই |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে ঘোড়ার গোশত বিক্রির সময় আজাদ আলী (৫৫) নামে এক কসাইকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার রসুলপুরের থানার বাইদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আজাদ আলী জামালপুর জেলার তুলসীপুর গ্রামের মরহুম জব্বার আলীর ছেলে বলে জানা গেছে।

মধুপুর থানার অড়নখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বিমল চন্দ্র জানান, আজাদ আলী জামালপুরের তুলশীপুর বাজারের একজন নিয়মিত কসাই। তাকে এক হাজার টাকা মজুরির বিনিময়ে গাজীপুরের কয়েকজন ঘোড়া বিক্রেতা তুলশীপুর থেকে মধুপুরের বন এলাকায় নিয়ে আসে। পরে তাকে দিয়ে রাতে তিনটি ঘোড়া জবাই করে গোশত বিক্রির জন্য প্রসেস করে। সকালে গোশত বিক্রির জন্য ওই কসাই এদিক সেদিক ঘুরাফেরা করতে থাকলে তাকে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে শুক্রবার ভোরে তাকে আটক করে পুলিশ।

এ সময় আরো আট থেকে নয়জন ঘোড়া ব্যবসায়ী পালিয়ে যান। এছাড়া সাতটি জীবন্ত ঘোড়া জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ আলী ঘোড়া জবাই করে মাংস বিক্রির কথা স্বীকার করেছেন। আইনিপ্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা