নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নাহমির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
নয়া দিগন্ত

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহমির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুর ২টার দিকে উপজেলার পত্নীতলা ইউনিয়নের হারপুর বোরাম এলাকায় আত্রাই নদের তীরে এ ঘটনা ঘটে।

নাহমির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে নাহমির নদের তীরে ভ্রাম্যমাণ হাঁসের খামারে হাঁস দেখভালের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাঁস খামারের মালিক বাবু আহত হয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ এনায়েতুর রহমান বলেন, নিহত ওই কিশোর আত্রাই নদের তীরে হাঁসের খামারে ছিল। হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।