লোহাগড়ায় মহিলা দাখিল মাদরাসার উদ্বোধন

আনুষ্ঠানিক এর উদ্বোধন করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরিচালক ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: কামরুজ্জামান।

Location :

Narail
মহিলা দাখিল মাদরাসার উদ্বোধন
মহিলা দাখিল মাদরাসার উদ্বোধন |নয়া দিগন্ত

শরিফুজ্জামান, লোহাগড়া (নড়াইল)

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়ার সারোল মহিলা দাখিল মাদরাসা উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক এর উদ্বোধন করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরিচালক ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: কামরুজ্জামান।

রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মাদরাসার এ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো: আতাউর রহমানের সভাপতিত্বে ও মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) প্রফেসর এস এম রবিউল ইসলাম, জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার শূরা সদস্য মাওলানা আলমগীর হোসেন,

দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক (অবসরপ্রাপ্ত) আইয়ুব হোসেন মল্লিক, কুমড়ি তালবারিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক মো: শওকত হোসেন খান প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো: সাদ্দাম হোসেন।