‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’—প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ দিবস পালিত হয়।
দিবস উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে দুর্নীতি দমন কমিশনের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের প্রধান, রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং সততা স্টোর ও রোবার্ট স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।
পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আলী আকবর, পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মো: নাজিবুল হক, সমাজ সেবা কর্মকর্তা মো: শাহজাহান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আব্দুস ছাত্তার, মো: আব্দুল কদ্দুস, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন ও পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আবুল কাশেম বিপ্লব প্রমুখ।



