শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। নতুন আচরণবিধিতে স্পষ্ট করা হয়েছে, কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফল পজিটিভ এলে তার প্রার্থিতা বাতিল হবে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে প্রকাশিত শাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণবিধিমালায় বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে স্যাম্পল জমা দিয়ে প্রাপ্ত রসিদ যুক্ত করতে হবে। রসিদ ছাড়া কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। প্রয়োজনে ডোপ টেস্ট সংক্রান্ত সিদ্ধান্তে কমিশন গঠিত রিভিউ কমিটির চূড়ান্ত মতামত নেয়া হবে।
আচরণবিধিতে আরো উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেয়ার সময় কোনো ধরনের মিছিল করা যাবে না। প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন। মনোনয়নপত্র দাখিল বা প্রার্থিতা প্রত্যাহারের সময় অন্য কারো বাধা বা প্রভাব বিস্তার কঠোরভাবে নিষিদ্ধ। প্রার্থীকে অবশ্যই সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা ও প্রার্থিতা প্রত্যাহার করতে হবে।



