মুক্তাগাছায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

মুক্তাগাছায় ১৪ বছরের কিশোরীকে অটোরিকশাচালকসহ চারজন মিলে গণধর্ষণ করেছে; এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছে।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
মুক্তাগাছায় কিশোরীকে গণধর্ষণের দায়ে গ্রেফতার ৩
মুক্তাগাছায় কিশোরীকে গণধর্ষণের দায়ে গ্রেফতার ৩ |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালক ও তার তিন সহযোগীর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী তিন ধর্ষককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। অপর এক ধর্ষক এখনো পলাতক রয়েছে।

বুধবার রাতে তাদের ধরে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

গ্রেফতাররা হলেন উপজেলার মানকোন ইউনিয়নের দিতুয়া গ্রামের রমেন্দ্র চন্দ্র দের ছেলে অটোরিকশাচালক পংকজ, চাপুরিয়া গ্রামের খাইরুল হকের ছেলে রোমান, আব্দুর রহিমের ছেলে এমরান হোসেন

পলাতক রয়েছেন দিতুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আমির হোসেন।

জানা গেছে, উপজেলার মানকোন ইউনিয়নের দিতুয়া গ্রামের ১৪ বছর বয়সী ওই কিশোরী ঢাকায় ঝিয়ের কাজ করতেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় অটোচালক ও তার সহযোগীরা বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে তাকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ, এলাকাবাসী ও ভিকটিমের পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছার পদুরবাড়ী পৌঁছে ভুক্তভোগী কিশোরী। সেখান থেকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে তার পূর্বপরিচিত পংকজের সাথে দেখা হয়। পংকজ তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে অটোরিকশা তুলে অজ্ঞাত স্থানে নিয়ে তার তিন রোমান, এমরান হোসেন ও আমির হোসেনকে সাথে নিয়ে পাশের নির্জনস্থান বাঁশবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরবর্তীতে আবারো ওই কিশোরীকে অটোরিকশায় তুলে ধর্ষণ করেন আমির হোসেন। পরে তারা ওই কিশোরীকে স্থানীয় আন্নেছ আলীর মাছের প্রজেক্টের পরিত্যক্ত ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে ফেলে রেখে যান। পরদিন বুধবার দুপুরে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, বিষয়টি জানাজানি হলে বুধবার রাতে এই ঘটনায় ধর্ষকের বিচারের জন্য এলাকায় সালিশ বসে। সালিশ-স্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সালিশকারীরা স্থান ত্যাগ করেন। পরে এলাকাবাসী ধর্ষক পংকজ, রোমান ও এমরানকে ধরে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় জনতা তিন ধর্ষককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ আসামিদের হেফাজতে নেয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ওসি আরো জানান, ভিকটিমের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।