বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত বেতাগীর সৈয়দা জুয়েলী

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে (প্রথম স্থান শ্রেষ্ঠ) হিসেবে নির্বাচিত হয়েছেন বরগুনার বেতাগী গা‍র্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক সৈয়দা জুয়েলী আকতার মনিকা।

Location :

Barguna
বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত বেতাগীর সৈয়দা জুয়েলী
বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত বেতাগীর সৈয়দা জুয়েলী |নয়া দিগন্ত

বরগুনা প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে (প্রথম স্থান শ্রেষ্ঠ) হিসেবে নির্বাচিত হয়েছেন বরগুনার বেতাগী গা‍র্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক সৈয়দা জুয়েলী আকতার মনিকা।

বরিশাল বিভাগীয় কমিশনারের কা‍র্যালয়ে (সম্মলন কক্ষে) বিভাগের সকল জেলা প‍‍র্যায়ে বিজয়ী শ্রেণি শিক্ষকদের অংশগ্রহণে প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞান,শিক্ষাগত অ্যাকাডেমিক অ‍‍র্জন, প্রাতিষ্ঠানিক মনোভাব ও মূল্যায়ন পারদ‍‍র্শিতাসহ ১২টি গুণাবলী বিবেচনায় সৈয়দা জুয়েলীকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে প্রথম হিসেবে নি‍র্বাচিত করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় জাতীয় প‍‍র্যায়ে দেশ সেরা বিভিন্ন বিভাগের শ্রেণি শিক্ষকদের সাথে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবেন বেতাগী উপজেলার ওই শিক্ষক।

শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষক সৈয়দা জুয়েলী আকতার ইডেন মহিলা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর শেষে ২০১৩ সালে বরগুনা জেলার ‘বেতাগী গা‍র্লস স্কুল অ্যান্ড কলেজে’ সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তার এমন অর্জনে সহক‍‍র্মী, শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট মহল তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে সৈয়দা জুয়েলী আকতার বলেন, ‘একজন শিক্ষকের অ‍‍র্জিত সাফল্যের মূল্যায়ন তার ক‍‍র্মযজ্ঞকে গতিশীল করে,যার সুফল ক‍‍র্মস্থলসহ দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখে বলে আমি মনে করি। এছাড়াও সরকারের জাতীয় শিক্ষা সপ্তাহের মতো আয়োজনকে ‘গতিশীল উদ্যোগ’ হিসেবেও বলেন তিনি।