অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাকে গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তার দাফন সম্পন্ন হয়।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Mymensingh
ফায়ার ফাইটার নুরুল হুদাকে গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ফায়ার ফাইটার নুরুল হুদাকে গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার মো: নুরুল হুদাকে (৪০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তার দাফন সম্পন্ন হয়।

গার্ড অব অনার প্রদানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। জানাজার আগে স্মৃতিচারণে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া, ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুরশীদী, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, যুবদল নেতা আব্দুস ছালাম বিপ্লব, মরহুমের সহপাঠী নয়ন শাহ, মামা আলমগীর কবির এবং প্রভাষক সাব্বির কামাল।

জানাজায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে বুধবার রাত ১২টার দিকে নুরুল হুদার লাশ গ্রামের বাড়ি ধামাইলে পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে এবং কান্নায় ভেঙে পড়ে এলাকাবাসী।

ফায়ার ফাইটার মো: নুরুল হুদা ধামাইল গ্রামের আবুল মুনসুরের ছেলে। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক এবং বর্তমানে তার স্ত্রী গর্ভবতী।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে অংশ নিতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন নুরুল হুদা। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল পৌনে ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।