চট্টগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের প্রচারণায় সরব জামায়াতের প্রার্থীরা

বন্দর নগরী চট্টগ্রামে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর সরব প্রচারণায় ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। শুক্রবার ( ২৩ জানুয়ারি) নিজ নিজ এলাকায় প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২  আসনে প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন ফটিকছড়িতে গণসংযোগ করেন
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনে প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন ফটিকছড়িতে গণসংযোগ করেন |নয়া দিগন্ত

বন্দর নগরী চট্টগ্রামে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর সরব প্রচারণায় ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

শুক্রবার ( ২৩ জানুয়ারি) নিজ নিজ এলাকায় প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন মাতা-পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক শুক্রবার নগরীর মুন্সিপুকুর পাড়, চকবাজার গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে তিনি জামতলা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

এছাড়া চট্টগ্রাম-৪(সীতাকুন্ড-আকবরশাহ) আসনের প্রার্থী আনোয়ার ছিদ্দিক, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) প্রার্থী শফিউল আলম দিনভর গণসংযোগে ব্যস্ত ছিলেন। এসময় জামায়াতের প্রার্থী এবং সাথে থাকা নেতা-কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকে এবং হ্যা এর পক্ষে ভোট চান।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন পিতা-মাতার কবর জিয়ারতের পর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ন্যায়নীতি, ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ভিত্তিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ফটিকছড়ির সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও ফটিকছড়ি থানা সাবেক আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদারসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর ১১ নং কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় তিনি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে হেলালী বলেন, কাট্টলী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও নাগরিক সেবা বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে শিক্ষা, নৈতিকতা ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চট্টগ্রাম নগরীর ৩৮ নং ওয়ার্ডের নিচিন্তা পার এলাকায় শুক্রবার গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। এ সময় তিনি এলাকার ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা শোনেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে শফিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নানা অবহেলা ও বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত সমাজ গড়া এবং নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান অঙ্গীকার।