নাটোরের লালপুর উপজেলায় সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী রবিনকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৫ তারিখ) বিকেলে উপজেলার শোভ দিদারপাড়া এলাকায় ইউএনও পার্ক সংলগ্ন রেললাইনের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম তাম্মি আক্তার। তিনি উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে এবং আব্দুলপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
অন্যদিকে, অভিযুক্ত সাবেক স্বামী রবিন হোসেন লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিন হোসেনের নতুন চাকরিতে যোগদানের আগেই তাম্মি আক্তারের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। চাকরি পাওয়ার পর তাদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে তাম্মি আক্তার রবিনের বাড়িতে গিয়ে বিষপান করেন। পরে সুস্থ হলে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
তবে কিছুদিন পর পারস্পরিক সমঝোতায় ও আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটে। পরে দু’জনেই ভিন্ন ভিন্ন জায়গায় বিয়ে করেন। এরপর আবারো তাদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকেলে কৌশলে তাম্মি আক্তারকে ডেকে নিয়ে রবিন হোসেন শোভদিদারপাড়া এলাকার পাশে তাকে হত্যা করেন এবং লাশ রেললাইনের পাশে রাখার চেষ্টা করেন।
এ সময় আশপাশে মাঠে কাজ করা লোকজন ঘটনাটি টের পেয়ে অভিযুক্ত রবিন হোসেনকে আটক করে রাখে। পরে খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ঈশ্বরদী রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।



