সাঘাটায় নৌকা থেকে পড়ে ভিক্ষুকের মৃত্যু

‎শনিবার সন্ধ্যায় উপজেলার হলদিয়া ইউনিয়নের চর এলাকা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Gaibandha
নৌকা থেকে পড়ে ভিক্ষুকের মৃত্যু
নৌকা থেকে পড়ে ভিক্ষুকের মৃত্যু |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটায় নৌকাযোগে নদী পার হওয়ার সময় পানিতে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

‎শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হলদিয়া ইউনিয়নের চর এলাকা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আব্দুল জলিল সাঘাটা উপজেলার ৯ নম্বর কামালের পাড়া ইউনিয়নের বারকোনা গ্রামের মরহুম ফহিম উদ্দিনের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। পরে নৌকায় থাকা অন্য যাত্রীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি বাড়ি বাড়ি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। বাড়ি ফেরার সময় অসুস্থ হয়ে নৌকা থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।