নাটোরের লালপুরে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



