বিদ‍্যুতের তারে জড়িয়ে চা শ্রমিকের মৃত্যু

‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে রাজনগর থানায় একটি অপমৃত‍্যু করা হয়েছে।’

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
বিদ‍্যুতের তারে জড়িয়ে তরুণ চা শ্রমিকের মৃত্যু
বিদ‍্যুতের তারে জড়িয়ে তরুণ চা শ্রমিকের মৃত্যু |নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগরে টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ১ নম্বর লাইনে বিদ্যুতের তারে জড়িয়ে চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত শেষে লাশ সৎকার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর রাতে সাজানো প্যান্ডেলের কাপড় ঠিক করতে গিয়ে সে বিদ্যুতের তারে জড়িয়ে ছিল।

স্থানীয়রা জানান, মাথিউড়া চা বাগানের ১ নম্বর লাইনের বাসিন্দা পুর্নমালী রবি দাশের ছেলে সুমন রবি দাস(১৫) ডেকোরেটার্সে প্যান্ডেলের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মারা যায়।

ওই বাগানের বাসিন্দা সুশীল নাইডু জানান, বাড়িতে এক অনুষ্ঠান হবে। তাই নিয়ে প্যান্ডেল সাজানো হচ্ছিল। অসর্তক অবস্থায় সুমন বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এ সময় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সত্য নারায়ন নাইডু বলেন, ‘আমরা বিকেল ৩টার দিকে লাশ ময়নাতদন্ত শেষে সৎকারের কাজ সম্পন্ন করেছি।’

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন খান বলেন, ‘আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে রাজনগর থানায় একটি অপমৃত‍্যু করা হয়েছে।’