কুড়িগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও মাদরাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, হাজারের অধিক নারী-পুরুষকে ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণসহ তিন হাজার মাদরাসা ছাত্র ও দুস্থ মানুষকে খাবার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: ইউনুস আলী সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, টিএমএস মেডিক্যাল কলেজ সদস্য ও ড্যাবের যুগ্ম-মহাসচিব, কেন্দ্রীয় কমিটি।
ইউনুস আলী জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেকোনো ডাক এলে সেই ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রাম-১ আসনের জনসাধারণকে সাথে নিয়ে রাজপথের প্রত্যেকটি লড়াই-সংগ্রামে মাঠে থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।



