রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই-আসামবস্তি সড়কে বন্যহাতির আক্রমণে বৃদ্ধাসহ ২ নারী নিহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই-আসামবস্তি সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দু’টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতরা হলেন রাঙামাটি সদর উপজেলার মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা ঝর্না চাকমা (৭০) ও জীবতলী বড়াদম এলাকার বাসিন্দা সুবিতা চাকমা।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টার দিকে কাপ্তাই-আসামবস্তি সড়কে ছড়াপাড়া মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় বন্যহাতির একটি দল একটি যাত্রীবিহীন সিএনজিচালিত আটোরিকশায় আক্রমণ করে। এসময় চালক কোনোভাবে পালিয়ে রক্ষা পান। খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে হাতিগুলোকে সরিয়ে দেয়ার কাজ করে। প্রায় একই সময় বন্যহাতির আরেকটি দল কামিলাছড়ি ১ নম্বর রোড এলাকায় অপর একটি সিএনজিচালিত অটোরিকশায় আক্রমণ করে। ওই ঘটনায় দুই নারী গুরুতর আহত অবস্থায় সড়কের ওপর পড়ে ছিলেন। তাদের মধ্যে একজন মাথায় জখম হয়ে গুরুতর আহত অবস্থায় আর অন্যজনকে সড়কের পাশে খাদে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুবিতা চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়। তবে হাসপাতালে নেয়ার পর সুবিতা চাকমারও মৃত্যু হয়। এ ছাড়া বন বিভাগের সদস্যরাও উদ্ধার করতে গিয়ে বন্যহাতির আক্রমণের মুখে পড়েন। পরে কাপ্তাই ১০ আরই সেনাবাহিনীর সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. শওকত আকবার জানান, বন্যহাতির আক্রমণে আহত দুইজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক বৃদ্ধা ঝর্না চাকমাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত সুবিতা চাকমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। তবে হাসপাতালে নেয়ার পর সুবিতা চাকমারও মৃত্যু হয়।



