খালাস পাওয়ায় আদালত প্রাঙ্গণেই স্বামীকে ছুরিকাঘাত করল স্ত্রী

সিলেটে মামলা থেকে খালাস পাওয়ায় আদালত চত্বরেই স্বামীকে ছুরিকাঘাত করেছেন স্ত্রী। পরে অভিযুক্ত ওই নারীকে আটক করেছে পুলিশ। এদিকে স্বামীসহ আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটে মামলা থেকে খালাস পাওয়ায় আদালত চত্বরেই স্বামীকে ছুরিকাঘাত করেছেন স্ত্রী। পরে অভিযুক্ত ওই নারীকে আটক করেছে পুলিশ। এদিকে স্বামীসহ আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- বাদির স্বামী ওসমানীনগর থানার মোবারকপুর এলাকার আব্দুর রউফের ছেলে মো: আব্দুস শুকুর (৪০), নগরীর কোতোয়ালী থানাধীন ঘাসিটুলা এলাকার মরহুম মো: বাবু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫৭) ও বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাদিকুর রহমান (২৯)।

জানা যায়, বিশ্বনাথ থানার যৌতুক নিরোধ আইনের মামলার আসামি আব্দুস শুকুরকে চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত সিলেটের বিচারক আব্দুল্লাহ আল নোমান খালাস প্রদান করেন। আদালতের রায়ে অসন্তুষ্ট হয়ে বাদি বিশ্বনাথ থানার ধলিপাড়া শেখপাড়া এলাকার মরহুম মো: মন্তাজ আলীর মেয়ে মোছা: নুরজাহান বেগম (৩৮) আদালত ভবনের ৬ষ্ঠ তলা থেকে দৌড়ে ৩য় তলায় পৌঁছে আসামিপক্ষের ওপর হামলা চালান। এ সময় তিনি আসামিপক্ষের লোকজনদের উপর চাকু ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকলে আসামিপক্ষের লোকজন জখম হন। পরে তারা দৌড়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন।

আরো জানা যায়, ঘটনায় তাৎক্ষণিকভাবে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্য ও বিজ্ঞ কৌশলীরা দ্রুত পদক্ষেপ নিয়ে হামলাকারী নুরজাহান বেগম ও তার আপন ছোট ভাই মনজাম মিয়াকে (২৮) আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি হাতুড়ি ও একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয়। ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদিকুর রহমানকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর আদালত ভবনে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘মঙ্গলবার দুপুরে যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে খালাস পাওয়া আসামির উপর ক্ষুব্ধ হয়ে মামলার বাদি আদালত প্রাঙ্গণে আসামি পক্ষের ওপর হামলা করেন। এ ঘটনায় আসামিপক্ষের দু’জন গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনায় দু’জনকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তারা থানায় রয়েছেন। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’