গাজীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. জাহাঙ্গীর আলমের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া

নির্বাচনী মাঠে তার সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে বলে জানিয়েছে স্থানীয় ভোটারদের অনেকেই।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
নয়া দিগন্ত

গাজীপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো: জাহাঙ্গীর আলম শ্রীপুর, গাজীপুর সেনানিবাস ও সদর অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং মাদক-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। এ সময় তার গণসংযোগে উচ্ছ্বাসের সাথে সাড়া দিতে দেখা যায় স্থানীয় জনতাদের।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি শ্রীপুরের টেংরা রাস্তা এলাকা ও বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ড. জাহাঙ্গীর আলম বর্তমানে জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতির দায়িত্বে ছিলেন।

গণসংযোগে অংশ নেওয়া দলীয় নেতারা জানান, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ড. জাহাঙ্গীর আলম মাঠে সক্রিয় রয়েছেন এবং নাগরিকদের সামনে তার পরিকল্পনা তুলে ধরছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্বাচিত হলে শ্রীপুর, গাজীপুর সেনানিবাস, সদর এলাকাসহ পুরো আসনকে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করে নিরাপদ ও উন্নত অঞ্চলে রূপান্তর করবেন।

এদিকে স্থানীয় ভোটারদের অনেকেই জানান, নির্বাচনী মাঠে তার সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: নুরুল ইসলাম, সেক্রেটারি ডা: জসীম উদ্দিন, সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।