চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহতাব উদ্দিন চৌধুরী। কর্মশালাটি সভাপতিত্ব করেন এসডিএফ চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মো: হাফিজ আল মামুন ও আনোয়ারা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত ক্লাস্টার অফিসার মো: শামিম হোসেন।
স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের ওপর মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসডিএফ কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা: মুনমুন ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন।
এ ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা (জিবীকায়ন) মিজান বিন ওয়ানী, জেলা কর্মকর্তা (আইসিসি) মো: রানা পারভেজ, জেলা কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) মো: আব্দুল্লাহ আল আমিন, বটতলী ক্লাস্টারের ক্লাস্টার অফিসার ইমাম হাসান চৌধুরীসহ মেডিক্যাল সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে এসডিএফ গ্রামীণ দরিদ্র ও অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।



