মিরসরাই আসনে মনোনয়নপত্র জমা দিলো ১০ প্রার্থী

এ দিন আমাদের কাছে পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বাকিরা চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
মনোনয়নপত্র জমা দিলেন ১০ প্রার্থী
মনোনয়নপত্র জমা দিলেন ১০ প্রার্থী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তারের কার্যালয়ে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-১-এর রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহ, স্বতন্ত্র প্রার্থী আশরাফ ছিদ্দিকি ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম।

অপরদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (স্বতন্ত্র প্রার্থী) শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ও জাসদ (আসম আ: রব) মনোনীত প্রার্থী এ কে এম আবু ইউসুফ।

বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩০ বছর ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। উপজেলা বিএনপিতে কোনো গ্রুপিং নেই। সবাই ধানের শীষের জন্য একসাথে কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মুখিয়ে রয়েছে। ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, সোমবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ওই দিন আমাদের কাছে পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বাকিরা চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন।’