ভেঙে যাওয়া বেড়িবাঁধ জরুরি মেরামত, প্রশাংসায় ভাসছে সেনাবাহিনী

‘জুঁইদন্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সেনাবাহিনীর ১৫-২০ জনের একটি টিম সফলভাবে মেরামত করেছে। দেশের যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
ভেঙে যাওয়া বেড়িবাঁধ জরুরি মেরামত, প্রশাংসায় ভাসছে সেনাবাহিনী
ভেঙে যাওয়া বেড়িবাঁধ জরুরি মেরামত, প্রশাংসায় ভাসছে সেনাবাহিনী |নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রামের আনোয়ারায় জুঁইদন্ডী ইউনিয়নের নাপিত খাল এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সেনাবাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জরুরি মেরামত করা হয়েছে। যা দুর্যোগ মোকাবেলায় এক দৃষ্টান্ত উদাহরণ হিসেবে বিবেচিত। স্থানীয় মানুষজনের নিকট সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে সাত স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বেড়িবাঁধটি জরুরি মেরামত করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদের পাড়ের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এতে পুরো এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে আনোয়ারা সিইউএফএল অস্থায়ী সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণকে সাথে নিয়ে মেরামত কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামত না করলে জোয়ারের পানিতে ইউনিয়নের শত শত মানুষ ক্ষতির মুখে পড়তো।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনা ক্যাম্পের কমান্ডেন্ট মেজর রেজওয়ান বলেন, ‘জুঁইদন্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সেনাবাহিনীর ১৫-২০ জনের একটি টিম সফলভাবে মেরামত করেছে। দেশের যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’