১ অক্টোবর থেকে খুলে দেয়া হচ্ছে কেওক্রাডং

বান্দরবানের কেওক্রাডং পাহাড়চূড়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়ে ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকরা যেতে পারবেন কেওক্রাডং
বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকরা যেতে পারবেন কেওক্রাডং |সংগৃহীত

বান্দরবানে সন্ত্রাসী তৎপরতার কারণে বন্ধ থাকা পর্যটন কেন্দ্র কেওক্রাডং পর্বত আবারো খুলে দেয়া হচ্ছে। আগামী বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকরা যেতে পারবেন দেশের উঁচু পাহাড় চূড়াগুলোর অন্যতম এই পর্যটন স্পট।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক জানিয়েছেন, পর্যটকদের ভ্রমণে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। নিষেধাজ্ঞা তুলে নেয়া পর্যটন কেন্দ্রগুলো ছাড়া অন্য কোনো পর্যটন কেন্দ্রে পর্যটকরা যাতায়াত করতে পারবে না। এছাড়া অবশ্যই টুরিস্ট গাইড ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে পর্যটকদের যাতায়াত করতে হবে।

কেওক্রাডং দেশের অন্যতম পাহাড়চূড়া ছাড়াও সবচেয়ে উঁচুতম সড়ক (৯৬৫ মিটার)। ২০২২ সালে অক্টোবর থেকে পাহাড়ে ‘কেএনএফ’ ইস্যুকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি আলীকদম পর্যটন স্পটগুলোতো পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হয় এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

প্রায় আড়াই বছর পর গত ৬ জুন জেলার রোয়াংছড়ি দেবতাখুম, রুমার বগালেক, থানচির তমাতুঙ্গী, তিন্দুর রাজাপাথর পর্যন্ত পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়। সর্বশেষ কেওক্রাডং পাহাড়চূড়া থেকেও নিষেধাজ্ঞা তুলে নিলো প্রশাসন।