কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা শুরু

বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী তিন মাস। এই সময়ে হ্রদে মাছ ধরা, পরিবহন এবং বিক্রি সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা শুরু
কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা শুরু |নয়া দিগন্ত

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। প্রাকৃতিক প্রজনন মৌসুমে কার্পজাতীয় মাছ সংরক্ষণেই এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী তিন মাস। এই সময়ে হ্রদে মাছ ধরা, পরিবহন এবং বিক্রি সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

মৎস্য উন্নয়ন করপোরেশন জানিয়েছে, এভাবে মা মাছের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা হলে হ্রদের মাছের উৎপাদন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। তিন মাসব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করতে হ্রদে টহল দেবে নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ দল। অবৈধভাবে মাছ ধরলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।

এই সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকার দেবে খাদ্য সহায়তা। সাথে কাপ্তাই হ্রদে অভায়াশ্রমে অবমুক্ত করা হবে কার্প জাতীয় বিভিন্ন পোনা মাছ, যাতে ভবিষ্যতে মাছের উৎপাদন আরো বাড়ে। মাছের প্রাকৃতিক প্রজনন সুরক্ষায় এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আগামীতে জেলেরা আরো বেশি উপকৃত হবেন বলে এমনটাই আশা করছে মৎস্য বিভাগ।