ভারতে নিখোঁজ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের তসির আলী ভারতে অনুপ্রবেশের তিন দিন পর মালদার ভাগীরথী নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ; বিএসএফ-বিজিবি বৈঠকের পর পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া চলছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতে নিখোঁজ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার
ভারতে নিখোঁজ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার |সংগৃহীত

ভারতে নিখোঁজের তিন দিন পর চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তের ওপারে ভারতীয় অংশে নদী থেকে তসির আলী (৩১) নামে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার জঙ্গিপুর বাইজিতপুর এলাকার ভাগিরথী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তসির আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী পশ্চিমপাড়ার ইব্রাহিম হকের ছেলে।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, তিন দিন আগে রাতের অন্ধকারে চোরাচালানের জন্য তসির আলীসহ কয়েক যুবক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের তাড়া করলে তারা পালিয়ে এলেও তসির নিখোঁজ ছিলেন।

ঘটনার পর বুধবার দুপুরে সীমান্তের শূণ্যরেখা থেকে প্রায় সাত কিলোমিটার ভারতের ভেতরে নদীতে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ভারতীয় পুলিশ তসির আলীর লাশ উদ্ধার করে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, তসির আলী তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। ওপারে নদীতে লাশ ভাসতে দেখে ভারতের পুলিশ তা উদ্ধার করে নিয়ে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত নই।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আনুষ্ঠানিকভাবে ওই যুবকের পরিচয় ও ছবি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। যুবকের পরিচয় নিশ্চিত হলে লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফ বিজিবিকে জানাবে বলে কথা হয়েছে।

সূত্র : ইউএনবি