হালুয়াঘাটে প্রধান শিক্ষিকার উপর বিএনপি নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Location :

Mymensingh
প্রধান শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রধান শিক্ষিকার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

হালুয়াঘাটে পূর্ব ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা পারভীনের উপর ন্যক্কারজনক হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগে উপজেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন হীরাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মূল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী ওই শিক্ষিকাসহ আব্দুল মান্নান, ঝিনুক, মাজহারুল ইসলাম, শাহানাজ পারভীন, মোফাখখারুল ইসলাম জুয়েল, শিল্পী খানম ও ফারহানা পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় রেহানা পারভীন বলেন, জমিসংক্রান্ত দীর্ঘদিনের পারিবারিক বিষয়ে আমরা আলোচনা করতে গেলে জয়িতা মহিলা মার্কেটের পেছনে তিনি আচমকাই উত্তেজিত হয়ে আমার প্রতি অশালীন আচরণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। মারধরে জড়িত সাজ্জাদ হোসেন হীরাকে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানাই।