ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার নদী ভাঙন রোধে ম্যারাথন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
আজ শনিবার ভোরে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের তালতলী থেকে শুরু হওয়া এই মিনি ম্যারাথনে বিভিন্ন বয়সী অর্ধশতাধিক ব্যক্তি অংশ নেন।
‘নদী ভাঙন রোধে হাঁটি একসাথে’ শ্লোগানে এ আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন ক্লাব। ম্যারাথনটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়।
পরিবর্তন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ওমর ফারুক, ভুক্তভোগী আবুল কাশেম, পরিবর্তন ক্লাবের সাবেক সভাপতি ব্যাংকার মাহফুজুর রহমান সজিব।
এছাড়া অন্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গণমাধ্যমকর্মী এম তাহের ও ইমাম হাসান কচি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা সাধারণ সম্পাদক এমএম রহমান সোহেল।
মানববন্ধনে বক্তারা বলেন, মুছাপুর ক্লোজার ভেঙে যাওয়ায় ১১২ কিলোমিটার নদীপাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে জলপথ, স্কুল-কলেজ, বসতভিটা ধ্বংসের মুখে পড়েছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি ও স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। নদী শাসন করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে স্লুইসগেট নির্মাণ জরুরি।
তারা আরো বলেন, মাতুভুঞার উত্তর আলীপুরের বাগের হাটের ছপর আলী ভূঁইয়া বাড়ির রাস্তা, সালাম নগর, রামানন্দপুর ও মমারিজপুর রাস্তা ইতোমধ্যে বিলীন হয়েছে। তালতলী বাজার, মিয়াজীর ঘাট, ফাজিলের ঘাট স্কুল বিলীন হওয়ার পথে। মুছাপুর ক্লোজার তিন জেলার মানুষের জন্য মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
বক্তারা সেনাবাহিনীর মাধ্যমে দ্রুত মুছাপুর রেগুলেটর নির্মাণ করে দাগনভূঞা ও সোনাগাজীবাসীকে রক্ষার দাবি জানান।