ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় শামসুজ্জামান খান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে দাগনভূঞা উপজেলাধীন ফেনী-মাইজদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শামসুজ্জামান খান নেত্রকোনার পূর্বতলা থানার কলাপাড়া এলাকার আব্দুর রফিক খানের ছেলে। তিনি ‘দিশা’ নামক একটি এনজিও সংস্থার কর্মকর্তা বলে জানা গেছে।
পুলিশ জানায়, শামসুজ্জামান খান ওই এনজিও সংস্থার নোয়াখালীর বেগমগঞ্জ শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। আজ সকাল ৮টার দিকে দাগনভূঞা উপজেলা ‘দিশা’ অফিসে পেশাগত কাজ সেরে নিজের মোটরসাইকেলে নিজ কর্মস্থল নোয়াখালী ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আলামত উদ্ধার ও লাশের সুরতহাল প্রস্তুত করে। নিহতের মাথার ডান পাশসহ ডান চোখ থেঁতলানো ছিল, পরিহিত হেলমেট ভাঙা এবং ব্যবহৃত মোটরসাইকেল রাস্তার ধারে পড়ে ছিল।
শামসুজ্জামান খানের সহকর্মী ও স্থানীয়দের ধারণা, সকালবেলায় বৃষ্টি ভেজা রাস্তায় কোনো ভারী যানবাহন তাকে চাপা দিয়ে চলে যায়।
ওসি মো: হারুন অর রশিদ আরো জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।