মাদারীপুরের শিবচর উপজেলায় নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে আবদুল হক মুন্সি (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বহেরাতলা উত্তর ইউনিয়নের চরগজারিয়া গ্রামে এ ঘটে।
আবদুল হক মুন্সি ওই গ্রামের মো: মোতাহার মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যানচালক হলেও মাঝে মাঝে আবদুল হক অন্যের বাড়ির নারকেল গাছ পরিষ্কার করতেন। সকালে তিনি প্রতিবেশীর নারকেল গাছের শুকনো ডালপালা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করেন। সাথে সাথে তিনি মাটিতে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জানান যে তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।