জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগ দেশব্যাপী তরুণ-তরুণীদের অংশগ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে ঝালকাঠি জেলা পরিষদ অংশগ্রহণমূলক একটি আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করে।
এ প্রতিযোগিতায় মোট ৩০টি সৃজনশীল আইডিয়া জমা পড়ে। স্থানীয় সরকার বিভাগের নির্দেশিত মানদণ্ড অনুযায়ী গঠিত মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই শেষে ‘মুগ্ধ পানি কর্নার’ আইডিয়াটিকে বাস্তবায়নের জন্য নির্বাচিত করে।
এই আইডিয়া দাখিল করেন তারুণ্যের নলছিটি দলের সদস্যরা। তারা হলেন- মেহেরাব হোসেন রিফাত, ফাইয়াজ হোসেন ও মোসা: লিমা।
জেলা পর্যায়ের আইডিয়া বাস্তবায়ন কমিটির যাচাই-বাছাই শেষে ‘মুগ্ধ পানি কর্নার’ আইডিয়াটিকে বাস্তবায়নের জন্য নির্বাচিত করে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে জনসাধারণের জন্য সহজে প্রবেশযোগ্য এবং নিরাপদ স্থানে একটি করে ‘মুগ্ধ পানি কর্নার’ স্থাপন করা হবে।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহে উপজেলার নির্বাহী অফিসারগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জুলাই যোদ্ধাবৃন্দ ও আইডিয়া প্রদানকারী দলের উপস্থিতিতে প্রতিটি উপজেলায় ‘মুগ্ধ পানি কর্নার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এই উদ্যোগের ফলে উপজেলা পরিষদের আগত দর্শনার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন প্রতিদিন ভ্যান, রিকশা, ইজিবাইক চালকসহ তৃষ্ণার্ত পথচারীরা বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবেন। যা সামাজিক দায়বদ্ধতা ও স্মৃতির সংরক্ষণের এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এ কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য।