সুস্থতা কামনায় বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীতে দোয়া মাহফিল

উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে মজুমদার বাড়িতে এ দোয়া ও খতমের আয়োজন করেন বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার।

Location :

Feni
বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে দোয়া মাহফিল |নয়া দিগন্ত

ফেনী অফিস ও ফুলগাজী সংবাদদাতা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও রোগমুক্তি কামনায় তার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বাদ এশা উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে মজুমদার বাড়িতে এ দোয়া ও খতমের আয়োজন করেন বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার।

অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের অন্য সদস্য, দেশবাসী ও ফেনীবাসীর কল্যাণ কামনাতেও দোয়া করা হয়।

অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম হোসেন মজুমদার, স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিয়েল, জাকির হোসেন মজুমদা, বেগম খালেদা জিয়ার আত্মীয়, পাড়া-প্রতিবেশী ও এলাকার সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।