ড. আসাদুজ্জামান রিপন

শরীফ ওসমান হাদি এই দেশের এক গর্বিত সন্তান

ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘শরীফ ওসমান হাদি এই দেশের এক গর্বিত সন্তান। তিনি আল্লাহর পেয়ারা হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তিনি এই দেশটাকে অনেক বেশী ভালোবাসতেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলায় ড. আসাদুজ্জামান রিপন
মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলায় ড. আসাদুজ্জামান রিপন |নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘শরীফ ওসমান হাদি এই দেশের এক গর্বিত সন্তান। তিনি আল্লাহর পেয়ারা হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তিনি এই দেশটাকে অনেক বেশী ভালোবাসতেন। তার শহীদী মৃত্যু হয়েছে।‘

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার কলমা খান বাড়ী মসজিদ মাঠে কলমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে পরিবর্তনের রাজনীতি শীর্ষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের আটটি প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত নাগরিক বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড.আসাদুজ্জামান রিপন বলেন, ‘লাখ লাখ মানুষ তার জানাজায় আজকে উপস্থিত হয়েছেন। এরকম একটি জানাজায় শুধুই পেয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান। এরপর পেলেন শরীফ ওসমান হাদি। লাখ লাখ মানুষের ভালোবাসা ও দোয়ায় শিক্ত হয়ে আল্লাহর পেয়ার হয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আপনারা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেনো তাকে কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অনেকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। অনেকদিন ধরে তার জন্য নানা জায়গায় অনেক দোয়া মাহফিল হয়েছে। আল্লাহ তাআলা যেনো তাকে শেফা দান করেন এবং নেক হায়াত দান করেন।‘

মানুষের আর দেশের খেদমত করতে হবে মন্তব্য করে ড.আসাদুজ্জামান রিপন বলেন, ‘আল্লাহর ফয়সালা হলো সবচেয়ে বড় বিষয়। রাজনীতি করতে হবে মানুষের জন্য, রাজনীতি করতে হবে দেশের জন্য। দল-মত নির্বিশেষে সবার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করাই রাজনীতির উদ্দেশ্য হতে হবে। সবাই আমরা এই দেশে সমান অধিকার নিয়ে থাকবো। সবাই সমান নিরাপদে থাকবো। সবাই একই সাথে সমান সুযোগ সুবিধা পাবে। সকল ধর্মালম্বী মানুষ এই রাষ্ট্রে পরস্পরের পাশে থাকবো এবং দেশটাকে সুন্দর মতো এগিয়ে নিয়ে যাবো।’

তিনি আরো বলেন, ‘আল্লাহ যদি সহায় হোন তাহলে লৌহজংয়ে একটি বড় ও বিশ্বমানের হাসপাতাল, আলু চাষীদের জন্য এই এলাকায় একটি মিনি কোল্ডস্টোরেজ করার চিন্তা আছে। এছাড়াও ইতিমধ্যে শিমুলিয়া ঘাটে একটি আন্তর্জাতিকমানের নদী বন্দর করার জন্য দাবি তোলা হয়েছিলো।’ সেটিও সরকারের তরফ থেকে দৃশ্যমান পদক্ষেপের অপেক্ষায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আল্লাহ চাইলে দায়িত্ব পেলে পুরোনো নিয়ম পরিবর্তনের মাধ্যমে জনকল্যাণমুখী নতুন পদ্ধতি চালুর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বিএনপির এই নেতা আরো বলেন, ‘শিক্ষা, কৃষি, মৎস্য, পরিবেশ, স্বাস্থ্য ব্যবস্থা, নারী অধিকার ও মেয়েদের স্বাবলম্বীসহ জনকল্যাণমুখী সকল বিষয়ে জনকল্যাণমুখী পদক্ষেপ নেয়া হবে,ইনশাল্লাহ।’

লৌহজং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে আরো উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহ আলম রনি মৃধা, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খান, উপজেলা বিএনপি নেতা কামাল খান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তপু, কাজী আহসান বায়োজীদ, ওবায়দুল ইসলাম রাজন, জহির দেওয়ানসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।