বুড়িচংয়ে শর্ট সার্কিটে আগুনে বসতঘর ও বিয়ের প্যান্ডেল পুড়ে ছাই

শুক্রবার ভোরে উপজেলার আরাগ আনন্দপুর উত্তরপাড়া (বড় বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন
বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বসতঘর, বিয়ের প্যান্ডেল, গোয়ালঘর, রান্না করা খাবার, ফ্রিজ, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে।

আজ শুক্রবার ভোরে উপজেলার আরাগ আনন্দপুর উত্তরপাড়া (বড় বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বাবু জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে নাজমুল ও রুবলের জেঠাত ভাই নাছিরের ভাতিজি এনামুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলসহ দু’টি বসতঘর, দু’টি গোয়ালঘর, রান্না করা খাবার, তিনটি ফ্রিজ, নগদ অর্থ ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা।

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতঘর, গোয়ালঘর, বিয়ের প্যান্ডেল ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।