মুলাদীতে বিএনপির দোয়া অনুষ্ঠানে মনোনয়ন বাতিলের দাবি

মুলাদীতে বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খান বাড়ির জামে মসজিদ মাঠ প্রাঙ্গন বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শরীফ ওসমান হাদীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেছে মুলাদী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
মুলাদীতে বিএনপির দোয়া অনুষ্ঠানে মনোনয়ন বাতিলের দাবি
মুলাদীতে বিএনপির দোয়া অনুষ্ঠানে মনোনয়ন বাতিলের দাবি |নয়া দিগন্ত

বরিশালের মুলাদীতে বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খান বাড়ির জামে মসজিদ মাঠ প্রাঙ্গন বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শরীফ ওসমান হাদীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেছে মুলাদী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। এ অনুষ্ঠানে বরিশাল-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাতিলের জোড় দাবি ওঠে।

পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আ: রব খানের সভাপতিত্বে প্রধান অতিথি বরিশাল উত্তর জেলা বিএনপির ১নম্বর সদস্য, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ: ছত্তার খান।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে দেয়া হয়েছে। যিনি বিগত দুই দুই বার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ২০০১ সালে কলস ও ২০০৮ সালে আম প্রতীকে নির্বাচন করে। একই ব্যাক্তি ২০১৮ সালে নির্বাচনে অংশ গ্রহণ করে নির্বাচনী মাঠ ছেড়ে চলে যায়। এই বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়ার ফলে মুলাদী-বাবুগঞ্জের বিএনপিসহ সর্বস্তরের জনগণের মধ্যে হতাশ ও বিভ্রান্তি সৃষ্টি হয়ছে।

অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি সাক্ষাৎকারে বলেছেন, তৃণমুলের সাথে সম্পৃক্ত, এলাকার সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত ভালো-মন্দ, সুখে-দুঃখে ও বিভিন্ন সংস্থার জরিপে যে এগিয়ে থাকবে এমন লোককে মনোনয়ন দেয়া হবে। বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ আসনে ৫ বার জনতার জরিপ করা হয়েছে তাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সেলিমা রহমান ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নম্বর সদস্য, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ: ছত্তার খান এগিয়ে রয়েছে। তাদের কাউকেও মনোনয়ন দেয়া হয়নি। অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে প্রার্থীতা পরিবর্তন করে সেলিমা রহমানকে দেয়া হলে আমরা সবাই মিলে কাজ করে বিপুল ভোটে বিজয় করে খালেদা জিয়াকে ধানের শীষ উপহার দেবো। তা না হলে মাটি আর মানুষের সাথে মিশে থাকা সত্তার খানকে স্বতন্ত্রভাবে নির্বাচনে বিজয় করিয়ে খালেদা জিয়াকে ধানের শীষ উপহার দেবো।

দোয়া অনুষ্ঠানে মুলাদী-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, ‘মুলাদী-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে।

তারা জোর দিয়ে বলেন, ‘জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা সেদিকে; মনোনয়নও সেদিকেই যেতে হবে।’ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। বরিশাল-৩ আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, এই আসনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

দোয়া অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও শরীফ ওসমান হাদীর আশু রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে সবই মিলে কান্নাকাটির মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবিদুর রহমান শরীফ, মুলাদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন হাওলাদার, বরিশাল উত্তর জেলা ওলামা দল সভাপতি ও সাবেক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন খান, কাজিচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আনছার উদ্দিন, সফিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা, উপজেলা বিএনপির নেতা সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, পৌর কৃষকদলের সভাপতি আল আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মিরাজ মুন্সি, উপজেলা মহিলা দল সাধারণ সম্পাদক আফসানা মিম, পৌর মহিলা দলের সভাপতি সালমা বেগম, নাজিপুর ইউনিয়ন বিএনপির নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা মাস্টার মিলন, চরকালেখান ইউনিয়ন যুবদল নেতা নাসির উদ্দিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক সেন্টু হাওলাদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির মোল্লা ও বাবুগঞ্জের বিএনপির নেতৃবৃন্দসহ প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।