উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের হিন্দু-মুসলমানদের সাথে বন্ধুত্ব অত্যন্ত গভীর। এখানে কখনো বিরোধ হয়নি। হিন্দুদের উপর কোনো অত্যাচার বা কোনো অবিচার হয়নি। বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আপনারাই দেখেছেন হিন্দুদের জীবনমান উন্নয়নের জন্য অনেক কিছু করেছি আমরা।’
রোববার (২০ জুলাই) পটুয়াখালীর মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলায় হাজিরা শেষে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার আসার পরে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেয়া শুরু করে। তারমধ্যে সংখ্যালঘুর উপর নির্যাতনের ঘটনায় যে হিন্দু ছেলেটি মামলা করেছে তাকে আমি দোষ দেই না। তাকে অর্থ দিয়ে ও ভয় দেখিয়ে আমার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। গত ১৫ বছরে আমি আট শ’ মামলায় আদালতে হাজিরা দিয়েছি, এখনো দিচ্ছি।’
তিনি বলেন, ‘বিএনপি একটি বড় দল। বিএনপির মধ্যে গ্রুপিং কিংবা দ্বন্দ্ব আমি দেখিনি। যদি দলের মধ্যে গ্রুপিং থাকে সেগুলো দলের বাইরে থেকে করানো হচ্ছে। আমি বলবো আওয়ামী লীগ ও ভারতের ‘র’ এর এজেন্টের অপচেষ্টায় এ গণ্ডগোলগুলো হচ্ছে। তবে এগুলো শেষ হয়ে যাবে। ইতোমধ্যেই বিএনপির নেতারা বুঝে গেছে। যা জনগণ ও দেশের জন্য মঙ্গলজনক নয়।’
এর আগে আলতাব হোসেন চৌধুরী উপজেলা যুবদলের সদস্য সচিব মো: গাজী আতাউর রহমানের মায়ের কবর জিয়ারত করে তার পরিবারের খোঁজখবর নেন। একইসাথে উপজেলা বিএনপির প্রবীণ নেতা পরলোকগত শ্রী অমল কৃষ্ণ দাসের পরিবারের খোঁজ নেন।