বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়ে কাদের সিদ্দিকীর দল ছাড়লেন সজিব

টাঙ্গাইল-৮ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল ছড়লেন কৃষক-শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Sakhipur
বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে কাদের সিদ্দিকীর দল ছাড়লেন সজিব
বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে কাদের সিদ্দিকীর দল ছাড়লেন সজিব |নয়া দিগন্ত

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল ছড়লেন কৃষক-শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব।

সোমবার (৫ জানুয়ারি) রাতে সানোয়ার হোসেন সজিব একটি অব্যাহতি পত্রের ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় তিনি শারীরিক ও পারিবারিক সমস্যা দেখিয়ে দলের কাছে অব্যাহতির আবেদন করেছেন।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সানোয়ার হোসেন সজিব বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের পক্ষে ভোট চাচ্ছেন। বিষয়টিকে নিয়ে সখীপুরে নানা গুঞ্জন শুরু হয়েছে।

বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চাওয়া এবং নিজ দল থেকে অব্যাহতি চাওয়ার বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় সানোয়ার হোসেন সজিবের সাথে।

তিনি জানান, নির্বাচনমুখী দল না হলে আসলে আমাদের মতো নেতাদের চলা মুশকিল। কথা ছিল কৃষক-শ্রমিক জনতা লীগ এবার নির্বাচনে আসবে। কিন্তু আসেনি। তাই এ দল থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে দলের সবার কাছ থেকে বিদায়ও নিয়েছি।

বিএনপিতে যোগ দেয়ার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সানোয়ার হোসেন সজিব জানান, আপাতত এধরনের কোনো পরিকল্পনা নেই। তবে ভোটে আযম খানের পক্ষে কাজ করব।

কৃষক-শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতার সাথে যোগাযোগ করা হলে তারা সজিবের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কৃষক-শ্রমিক জনতা লীগের নেতা হাবিবুন্নবী সোহেল ফেসবুকে লিখেন, রাজনৈতিক দল একটি আদর্শিক ঠিকানা ,এই ঠিকানায় কেউ আসবে, কেউ যাবে, কেউ নিষ্ক্রিয় হবে। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু দল এগিয়ে যাবে জনতার সমর্থনে তার আপন মহিমায়।

জানা গেছে, সানোয়ার হোসেন সজিব এ পর্যন্ত চার বার দল পরিবর্তন করেছেন। ১৯৯০ সালে সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতিতে পা রাখেন তিনি। এরপর উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৯ সালে কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতালীগ নামের রাজনৈতিক দল গঠন করার সময় সানোয়ার হোসেন সজীবও সাথে ছিলেন। ওই সময় তাকে টাঙ্গাইল জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

২০০২ সালে কৃষক শ্রমিক জনতালীগের হয়ে সখীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন। মেয়র থাকাকালীন দলের সাথে তার দূরত্ব তৈরি হতে থাকে। একপর্যায়ে ২০১১ সালের ২৬ মে তিনি কাদের সিদ্দিকীর দল ছেড়ে বিএনপিতে যোগ দেন। ২০১৫ সালের ২১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি বিএনপি থেকে বহিষ্কার হন। তবে বিএনপিতে থাকাকালে দলীয় কোনো পদ পাননি। এরপরে তিনি আওয়ামী লীগে যোগদানের চেষ্টা করে ব্যর্থ হন বলে জানা গেছে।

এরপরে ২০২৩ সালে পুনরায় তিনি কৃষক-শ্রমিক জনতা লীগে যোগ দেন। গুঞ্জন আছে এবারও তিনি কৃষক-শ্রমিক জনতা লীগ পরিত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন।