ময়মন‌সিংহে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মা‌জেদ বাবুর কুশল বিনিময়

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমার যাত্রা শুরু হয়। মামলা, হামলা এবং আয়নাঘরে নির্যাতিত হয়েও শহীদ জিয়ার আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি।’

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ
বক্তব্য রাখছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু
বক্তব্য রাখছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির ম‌নোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মন‌সিংহে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে কুশলবিনিময় করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) রা‌তে ময়মন‌সিংহ প্রেসক্লা‌বে এ কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন ময়মন‌সিংহ প্রেসক্লা‌বের সহ-সভাপ‌তি সি‌নিয়র সাংবা‌দিক মো: মোশারফ হো‌সেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মন‌সিংহ প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ও দৈ‌নিক নয়া দিগ‌ন্তের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রেসক্লাবের মুখপত্র ‘অরণি’র দুটি কপি তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করি।’

এসময় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, তার রাজনৈতিক আদর্শ এবং এলাকার উন্নয়নে নিজের লক্ষ্যের কথা তুলে ধরেন। তার রাজনৈতিক অনুপ্রেরণার কথা বলেন।

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমার যাত্রা শুরু হয়। মামলা, হামলা এবং আয়নাঘরে নির্যাতিত হয়েও শহীদ জিয়ার আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি।’

দলীয় মনোনয়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নেতা তারেক রহমান যে আত্মবিশ্বাসে আমাকে ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত করেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বরগঞ্জের মানুষ আগামী জাতীয় নির্বাচনে তার প্রতিফলন ঘটাবে।’

তি‌নি আগামী সংসদ নির্বাচ‌নে সাংবা‌দিক‌দের সহ‌যোগিতা কামনা ক‌রেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এছাড়াও মাজেদ বাবুর সাথে ময়মনসিংহ উত্তর জেলা ও ঈশ্বরগঞ্জ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।