ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌ল
ময়মনসিংহ মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌ল |নয়া দিগন্ত

ময়মনসিংহ মেডিক্যালে ক‌লেজ হাসপাতা‌লে ডেঙ্গু আক্রান্ত মো: গিয়াস উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তি‌নি জেলার ফুলবাড়িয়া এলাকার মো: মইজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ‌্যায় হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন মো: গিয়াস উদ্দিন। তাকে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

তিনি আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ১০৬ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ রয়েছে ৭৩ জন, নারী ২৭ জন ও শিশু রয়েছে ৬ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ হাজার ১০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।