পাটগ্রাম-হাতীবান্ধা আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

আগামী ১২ ফেব্রুয়ারি সবার প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ কর্মীরা তাদের লেখনীর মাধ্যমে একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
পাটগ্রাম-হাতীবান্ধা আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময়
পাটগ্রাম-হাতীবান্ধা আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় |নয়া দিগন্ত

আগামী ১২ ফেব্রুয়ারি সবার প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংবাদ কর্মীরা তাদের লেখনীর মাধ্যমে একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে। এর থেকে আর বড় কোনো হাতিয়ার পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু স্থানীয় সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এ কথা বলেন।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের স্টেশন রোডে সংগঠনের নির্বাচনী কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা কতৃক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আনোয়ারুল ইসলাম রাজু হাদিসের উদ্বৃতি দিয়ে আরো বলেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিওনা এবং জানা স্বত্বেও সত্যকে গোপন করিও না। কোনো ব্যাক্তি যদি মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত হতে থাকে তখন আল্লাহ তা’আলার কাছে ওই ব্যক্তি একজন মিথ্যাবাদী ব্যক্তি হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। আপনার একটি লেখা পৃথিবীর কেউ দেখলো না কিন্ত ক্কিরামন ক্কতিবিন ফেরেস্তা সেটা লিপিবদ্ধ করে রাখলো এই লেখাটাই হয়ত কিয়ামতের মাঠে আপনার কল্যাণ বা অকল্যাণ হতে পারে।

তিনি বলেন, আমার ভুলক্রটি হতে পারে, পরবর্তীতে সেই ভুল যদি আপনারা ধরিয়ে দেন তাহলে আমি নিজেকে সংশোধন করে নিতে পারি। আর যদি ভুল ধরিয়ে না দিয়ে আপনারা লিখেন তাহলে হয়তো আমার ক্যারিয়ারের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবাই একসাথে এই সমাজটাকে পরিবর্তন করি।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, সাবেক পৌর আমির মাসুদ আলম, প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সম্পাদক সাফিউল ইসলাম সাফি, রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।