ঝিনাইদহে আলোচনা সভায় রাশেদ খান

ফ্যাসিবাদ আমলাদের প্রশ্রয় দেয়ায় সরকার এক বছরেও কোনো সংস্কার দেখাতে পারেনি

‘দেশ থেকে ফ্যাসিবাদের বিলোপ হয়নি। ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগীরা এখন টাকার বিনিময়ে এই সরকারের সুবিধা ভোগ করছেন।’

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ঝিনাইদহে আলোচনা সভায় রাশেদ খান
ঝিনাইদহে আলোচনা সভায় রাশেদ খান |নয়া দিগন্ত

‘বিএনপি-জামায়াতের তকমা লাগানো আমলারা এখনো নির্যাতিত ও পদ বঞ্চিত’ উল্লেখ করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: রাশেদ খান বলেছেন, ‘ফ্যাসিবাদ আমলাদের প্রশ্রয় দেবার কারণে সরকার এক বছরেও দৃশ্যমান কোনো সংস্কার বা সফলতা দেখাতে পারেনি।’

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেষ্টুরেন্টে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং একটি সফল গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদের বিলোপ হয়নি। ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগীরা এখন টাকার বিনিময়ে এই সরকারের সুবিধা ভোগ করছেন। চলমান সংস্কার, খুনিদের বিচার ও দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ড. ইউনুস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ ও ফ্যাসিবাদের বিলোপ হবে না। এটা গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থি।’

তিনি বলেন, ‘চুনোপুটিদের নয়, খুনি শেখ হাসিনা, ওবাইদুল কাদের, কামাল ও শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এ নিয়ে জাতি কোনো টালবাহানা সহ্য করা হবে না। প্রয়োজন হলে আরো ১০টি ট্রাইব্যুনাল বসাতে হবে। টাকা না থাকলে জনগণ টাকা দিবে।’

ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকারের সভাপতি রাকিবুল হাসান রকিব, যুবনেতা মো: মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক মো: রায়হান হোসেন রিহান, মো: মাহাফুজ রহমান, মো: হালিম পারভেজ ও মো: নাহিদ হাসনান প্রমুখ বক্তব্য রাখেন।