দেওয়ানগঞ্জে কার্ভাডভ্যানের ধাক্কায় শিশু নিহত

মায়ের সাথে বাড়ির পাশে ক্ষেতে সবজি তুলে ফেরার পথে কার্ভাডভ্যানের ধাক্কায় হাবিবা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
দেওয়ানগঞ্জ মডেল থানা
দেওয়ানগঞ্জ মডেল থানা

জামালপুরের দেওয়ানগঞ্জে মায়ের সাথে বাড়ির পাশে ক্ষেতে সবজি তুলে ফেরার পথে কার্ভাডভ্যানের ধাক্কায় হাবিবা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেওয়ানগঞ্জ সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তরে সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের বাঘার চর সরকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকার হামিদুর রহমানের মেয়ে এবং স্থানীয় নূরানী মাদরাসা প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান নয়া দিগন্তকে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।